২১ নভেম্বর ২০২৪, ২১:৪৪

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার, প্রতি কেজি ৫৬ করে

চাল  © সংগৃহীত

ভারতীয় প্রতিষ্ঠান ভেলপুর পট্টভি অ্যাগ্রো ফুডস থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার। প্রতি কেজি ৫৬ টাকা ৫৯ পয়সা ধরে কেনা হবে। সে হিসেবে টন প্রতি ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার হিসাবে এ নন-বাসমতি চাল কিনতে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদিত হয়।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের জানায়, চাল আমদানির জন্য উন্মুক্ত দরপত্র ডাকা হলে পাঁচটি আবেদন জমা পড়ে এবং সবার প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। শেষ পর্যন্ত সর্বনিম্ন দরদাতা হিসেবে চাল সরবরাহের কাজ পায় এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, খাদ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার মেয়াদ গত সোমবার শেষ হয়েছে। এতে সর্বনিম্ন দর হিসেবে প্রতি টন ৪৭৭ ডলার প্রস্তাব এসেছে। এর মধ্যে চট্টগ্রাম ও মোংলা বন্দরের চাল পরিবহনের খরচও অন্তর্ভুক্ত।

দরপত্রে ভারতীয় একাধিকসহ মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামের কোম্পানিও অংশ নেয়। কোম্পানিগুলোর মধ্যে ৪৭৭.৭৭ ডলার থেকে ৪৯৯.৭৭ ডলার পর্যন্ত প্রতি টন চালের দরপ্রস্তাব জমা দিয়েছিল।

চালের পাশাপাশি সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে গম আমদানির সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বৈঠক আরও জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের প্রস্তাব দেয় খাদ্য মন্ত্রণালয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়। এ গম আমদানির ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার।