২১ নভেম্বর ২০২৪, ১৪:৫৪

১৯৭১ সালকে নবায়ন করেছে ২০২৪: উপদেষ্টা ফারুকী

১৯৭১ সালকে নবায়ন করেছে ২০২৪: উপদেষ্টা ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী  © সংগৃহীত

স্বাধীনতার আসল চেতনা এতদিন বাস্তবায়ন হয়নি বলেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, ২০২৪ সাল ১৯৭১ সালকে নবায়ন করেছে।

কন্টেন্ট তৈরি, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধানসহ সাতটি অগ্রাধিকার ঠিক করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

মুক্তিযুদ্ধ, জয়বাংলা স্লোগান, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে নিয়েও আলোচনা হয় সাংবাদিক সম্মেলনে।