২১ নভেম্বর ২০২৪, ১২:২৬

রাজধানীতে অটোরিকশা চালকদের ধাওয়া দিল সেনাবাহিনী

সেনাবাহিনীর সদস্যরা চালকদের সরিয়ে দিতে ধাওয়া  © টিডিসি সম্পাদিত

রাজধানীর মহাখালীতে অটোরিকশা চালকরা সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। তারা রেললাইনে বসে পড়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে ধাওয়া দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় চালকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা চালকদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। পরবর্তীতে চালকদের রেলগেটের পাশের সড়কে অবস্থান নিতে দেখা গেছে, তবে যানজটের কারণে এলাকাবাসীর ভোগান্তি অব্যাহত রয়েছে।