অটো চালকদের অবরোধ ঢাকাজুড়ে, স্থবির সড়ক ও রেলপথ
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গার সড়ক ও রেলপথ অবরোধ করেছেন রিকশাচালকরা। সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে অবরোধ করছেন তারা। এসময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন । সড়কেও তারা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে, আগারগাঁওয়ে চার রাস্তার মোড়ে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করেছেন। রিকশা চালানোর দাবিতে তারা মিছিল করছেন। শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম বলেন, এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় চলাচল করছে প্রায় ১৩ লাখ রিকশা। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে অবরোধ শুরু করেছে অটোরিকশা চালকরা।