২০ নভেম্বর ২০২৪, ২০:৪৩

সাত কলেজের শিক্ষার্থীদের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  © সংগৃহীত

বিভিন্ন ইস্যুতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত প্রবেশ করেছে উল্লেখ করে শিক্ষার্থীদের কোনো ধরনের উসকানির ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, যখন সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলেন, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টার আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিলেন। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। শিক্ষার ব্যাপারে দাবি এমন দ্রুত বাস্তবায়ন সম্ভব নয়। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল।

তিতুমীর কলেজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন অনুপ্রবেশকারীরা, আমরা দেখেছি, কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছুড়ে একটা বাচ্চার মাথা ফেটে গেছে। এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে।

আসিফ মাহমুদ আরও বলেন, আজও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও স্পষ্ট না কী বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে, যে কোনো ধরনের উসকানিতে না পড়ে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখেন। আহ্বান জানাচ্ছি, ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি হলো জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। তাই তাদের মধ্যে অনেক আশংকা রয়েছে। তাদের দাবির প্রতি আমরা সহনশীল। তবে সেই দাবি দাওয়া নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানাই। চাইলে সমাধান করতে পারি। সরকার এ ব্যাপারে খুব পজেটিভ। আসুক কথা বলব।

তিনি বলেন, সরকার কথা শুনছে, চাইলে সমাধান করা যায়। যারা আন্দোলন করছেন, তাদের কাছে দাবি থাকবে আপনারা আসুন, আলোচনা করি। কোনো উসকানিতে পা দেবেন না। সরকার আপনাদের শুনতে ইচ্ছুক। যেহেতু ছাত্ররা গণঅভ্যূত্থান সফল করেছে, আমি কনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন।

এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাতারাতি এক কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলার জন্য রাস্তা বন্ধ করে জনমানুষের ভোগান্তি তৈরি করবেন, এটা কতটুকু সমচীন, সেটা বিবেচনা করে দেখতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।