১৯ নভেম্বর ২০২৪, ২০:৫৩

কেজি ৪০ টাকায় আলু বিক্রি করবে টিসিবি

আলু ও টিসিবি লোগো  © টিডিসি সম্পাদিত

বাজারে মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত পণ্যের পাশাপাশি ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে টিসিবি। আগামী বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকার কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে আলু বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উদ্বোধনের পর, ঢাকার বিভিন্ন স্থানে ৫০টি ট্রাকে করে এই আলু বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি করে আলু কিনতে পারবেন বলে টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে, চাল, পেঁয়াজ, তেলসহ আলুর দামও বেড়েছে। পুরনো আলু খুচরায় ৭০ টাকা কেজি এবং নতুন আলু ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

ঢাকার পাশাপাশি, চট্টগ্রামে ২০টি ট্রাকের মাধ্যমে টিসিবি কম দামে পণ্য বিক্রি করবে। ভোক্তারা টিসিবির ট্রাক থেকে ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন।