অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হতে পারে, আরও কম হতে পারে: প্রধান উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:১৬ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:১৬ AM
অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে। এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জনগণ দ্রুত পরিবর্তন ও অগ্রগতির প্রত্যাশা করে। এ বিষয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি।
রবিবার (১৭ নভেম্বর) প্রকাশিত ওই সাক্ষাৎকারে ড. ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত একটি জলবায়ু সম্মেলনের ফাঁকে সাক্ষাৎকারটি দেন।
ড. ইউনূস উল্লেখ করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায়। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি। সাক্ষাৎকারে তাকে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, `জনগণ এবং রাজনৈতিক দল যখনই চাইবে তখনই নির্বাচন হবে। যদি তারা মনে করে কোনো সংস্কারের দরকার নেই, তাহলে নির্বাচন দেওয়া হবে। আর যদি তারা মনে করে, বর্তমান সরকারের কাছে সংস্কারের একটি বিরল সুযোগ রয়েছে, তবে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে এটাও মনে রাখতে হবে, এটি একটি অন্তর্বর্তী সরকার, কোনো স্থায়ী সরকার নয়।'
তিনি নতুন সংবিধানের সম্ভাব্য মেয়াদ সম্পর্কে বলেন, `সাধারণত একটি সরকারের মেয়াদ ৪-৫ বছর হয়। তবে নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর করা যেতে পারে, কারণ জনগণ দ্রুত অগ্রগতি চায়।'
সাক্ষাৎকারে ভারতে পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও মন্তব্য করেন ড. ইউনূস। তিনি বলেন, `হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এই বিষয়ে ভারতকে বাংলাদেশের উষ্মার কথা জানানো হয়েছে।'
ড. ইউনূসের এই বক্তব্যের ফলে নতুন সংবিধানের মেয়াদ ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।