১৬ নভেম্বর ২০২৪, ১১:৪২

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: ড. ইউনূস

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতার। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

থ্রি জিরোর ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে। যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না। সবার মাঝে সমানভাবে বণ্টন হবে।’

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে এবার উপদেষ্টা পরিষদে মাহফুজ আলম

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিদেশি অতিথিদের বলব, আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন। বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাব, নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে। যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি এই বছরের বঙ্গোপসাগর কনভেনশনের উদ্বোধন করতে পেরে সৌভাগ্যবান। আমি এই সমাবেশের আয়োজন করার জন্য সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের কাছে গভীরভাবে কৃতজ্ঞ—বিশেষ করে এই সময়ে, যখন ধারণা এবং স্বপ্নগুলি বাস্তব সমাধানে পরিণত হতে পারে। এই সম্মেলন শুধু মনের মিলনের চেয়েও বেশি কিছু নয়; এটি আমাদের ভাগ করা স্থিতিস্থাপকতার একটি প্রমাণ। বাংলাদেশ সব সময়ই স্বপ্ন, পরিশ্রম এবং অটুট ইচ্ছার দেশ। বিপ্লবের আকাঙ্খা মনে সতেজ হওয়ায় এখন তা আরও বেশি।’

আরও পড়ুন: জলবিদ্যুৎ ভাগ করার জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

তিনি বলেন, ‘আমাদের অঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রথম সারিতে রয়েছে। প্রতি বছর, আমাদের উপকূলীয় সম্প্রদায়গুলো ক্রমবর্ধমান জল এবং পরিবর্তনশীল আবহাওয়ার ধরনগুলোর সম্মুখীন হয় যা জীবন, বাড়ি ও জীবিকাকে প্রভাবিত করে৷ এই সংকট এমন কিছু নয়, যা অন্য দিনের জন্য স্থগিত করা যায়; এটি এমন কিছু যা আমাদের অবিলম্বে এবং ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রয়োজন। একই সাথে, আমরা অপার সম্ভাবনার একটি অঞ্চল। তরুণদের দেশ আমাদের। ১৭১ মিলিয়ন মানুষের মধ্যে অর্ধেক জনসংখ্যার বয়স ২৭ বছরের কম। কত বড় শক্তি। এটি সৃজনশীলতায় দেশকে অনেক শক্তিশালী করে তোলে। আমাদের তরুণদের শক্তি আছে বিশ্বকে টেকসই উন্নয়নে নেতৃত্ব দেওয়ার, আমাদের পরিবেশ রক্ষা ও প্রচারে সবুজ বৃদ্ধির মডেল তৈরি করার। কিন্তু এর জন্য প্রয়োজন সহযোগিতা, সাহস এবং আমাদের ভাগ করা ভবিষ্যতের অটুট বিশ্বাস।’

আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। এতে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশ নেবেন।