১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৩

টাকা-গয়নার সঙ্গে শিশুকেও নিয়ে গেল চোর

জাইফা আক্তার  © সংগৃহীত

রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসার মালামাল চুরি শেষে আট মাস বয়সী কন্যাশিশু জাইফা আক্তারকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এক তরুণী ও দুই তরুণ মিলে নিচতলার বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সপ্তাহখানেক আগে ফারজানা আক্তারের সঙ্গে বাসে পরিচয় হয় ওই নারীর। এর পর বৃহস্পতিবার রাতে ওই নারী সাবলেট হিসেবে উঠেছিলেন ওই বাসায়। সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে আট মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে গেছেন তারা।

এর আগে বিয়ের ১০ বছর পর ফারজানা আক্তারের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। জাইফা আক্তার। আট মাসের একমাত্র সন্তানকে নিয়ে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের ভাড়া বাসায় আনন্দেই দিন কাটছিল তার। 

কিন্তু গতকাল শুক্রবার সকালে হানা দেয় দুর্বৃত্তরা। টাকা আর গহনা লুটের পর মায়ের কোল থেকে প্রাণের নিধি জাইফাকেও নিয়ে যায় তারা! সেইসঙ্গে হুমকি দিয়ে বলে যায়, ‘বাড়াবাড়ি করলে বিদেশে পাচার করে দেব তোর কন্যাকে!’

জাইফার মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিভাগে স্টেনোগ্রাফার পদে চাকরি করেন। বাবা আবু জাফর হাওয়ালাদার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে ঘটনার সময় বাবা বাসার বাইরে ছিলেন।

শিশুটির স্বজনরা জানিয়েছেন, জাইফার বাবা-মা চাকরি করায় শিশুটিকে ওর নানা-নানি দেখাশোনা করেন। দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় মায়ের কাছে থাকবে জাইফা—এ জন্য নানা-নানি শুক্রবার ভোরে গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর এই ডাকাতি হয়।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, শিশুটির মা আশ্রয় দেওয়া সেই তরুণীর নামও বলতে পারছেন না। পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবে ওই তরুণী শিশুটির মায়ের সঙ্গে সম্পর্ক গড়েন। হয়ত তার মূল উদ্দেশ্য ছিল শিশুটিকে নিয়ে যাওয়া। যদিও বাসা থেকে দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। এর সবকিছুই তদন্ত করা হচ্ছে। 

ডিসি আরও জানান, ঘটনা জানার পর শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজে সকাল ৯টার দিকে দুই তরুণকে ঢুকতে দেখা গেছে।