১৫ নভেম্বর ২০২৪, ১৬:২০

পাবনায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা  © টিডিসি

পাবনায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (১৫ নভেম্বর) পাবনা জেলার ৯টি উপজেলায় ১২টি কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ  ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসা করেন। এ ধরণের আয়োজন আরও বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

এ সময় জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সাইফুজ্জামান খান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন । 

এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুল ইসলাম, পাবনা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা ফিরোজ হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ করেন হাবিবুল্লাহ।