কিশোরগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চলতি বছরে আক্রান্ত ৭৫৪
কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর মাসের পর্যন্ত জেলায় ৭৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিশোরগঞ্জের তিনটি প্রধান হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী ভর্তি আছেন।
আরও পড়ুন: সারা দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৭৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৭১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জলাশয় ও বাসাবাড়িতে থাকা ফুলের টব পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ডেঙ্গু সংক্রমণ ঠেকানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।