১৪ নভেম্বর ২০২৪, ২২:২৫

হারপিকের সঙ্গে নিঝুম মজুমদারের কী সম্পর্ক?

ভাইরাল হওয়া টকশোর ছবি  © ফেসবুক থেকে নেওয়া

সামাজিক মাধ্যমে চারজনের একটি টকশোর ছবি ভাইরাল হয়েছে। এই চারজনের মধ্যে রয়েছেন সাইয়েদ আব্দুল্লাহ, নিঝুম মজুমদার, কাজী ওমর ফয়সাল ও পলিটিকা টিভির তানভীর আহমেদ। ফেসবুক টকশো থেকে নেওয়া এই ছবি রীতিমতো ভাইরাল। কেননা এই অংশে সাইয়েদ আব্দুল্লাহকে হাতে হারপিক নিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে। 

নেটিজেনদের অনেকেই ছবিটি পোস্ট দিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন। সঙ্গে যুক্ত করে দিচ্ছেন কন্টেক্সট। সেই কনটেক্সট থেকে জানা যায়, ব্যারিস্টার নিঝুম মজুমদারের এক প্রশ্নের জবাবে সাইয়েদ আব্দুল্লাহ হারপিক তুলে প্রদর্শন করে। আর এটা নিয়েই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

নেটিজেনদের অনেকেই বলছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে, এটা ব্যক্তি আক্রমণ। অনেকেই আবার বলছেন নিঝুম মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক প্রবাসী প্রিসিলা নাজনীন ফাতেমা তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘নিঝুম মজুমদার, আপনি এভাবে রেগে যাওয়ার কোন কারণ ছিল না। হারপিকের সাথে তো আপনার কোন সম্পর্ক নেই। এভাবে রেগে না গিয়ে উনাকে ধন্যবাদ দিতেন, উনি হারপিক নিয়ে বসে থাকত সারাক্ষণ। কী ক্ষতি ছিল আপনার। আপনি ক্ষেপে গিয়ে প্রমান করলেন হারপিকের সাথে কিছু একটা ঝামেলা আছে।’

তিনি লেখেন, ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসের ডিবেট দেখেন ,এভাবে রিয়েক্ট করে? আপনি আব্দুল্লাহ ভাইকে গালি দিয়েছেন। আব্দুল্লাহ সফল, সে আপনাকে দিয়ে আসল কাজটা করিয়ে নিয়েছে। আপনিও সফল হতেন, সে হাতে হারপিক বা মল মূত্র নিয়ে বসে থাকুক, তাতে আপনার কি?

তিনি আরও লিখেছেন, ‘আপনিতো হারপিক কোম্পানীর মালিক না? তবে আমার মনে হয় আপনারা সবাই প্লেন করে অনেক টাকার বিনিময়ে হারপিকের বিজ্ঞাপন করেছেন। এটা ছিল হারপিকের সেরা বিজ্ঞাপন।’

বিষয়টি ভাইরাল হওয়ার পর সাইয়েদ আব্দুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, সেখানে তিনি ‍নিঝুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান। তার ওই পোস্টে ২০২০ সালে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে নিঝুম মজুমদারের সঙ্গে একজনের কথা বার্তার একটি ভিডিও দেখা যায়। যেখানে কথিত প্রেমিকার সাথে ভয়েজে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায়। যদিও ভাইরাল হওয়া ওডিওটির সত্যতা যাচাই করা হয়নি। ওই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে ‘হারপিক মজুমদার’ নামে অবিহিত করে থাকেন নেটিজেনরা।

সাইয়েদ আব্দুল্লাহ এর আগে একবার ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিলেন, ‘একবার ঢকঢক করে হারপিক গিলে খেয়ে (I'm not joking, it literally happened) তার মাথাটা ওই যে আওলায়ে গিয়েছিলো, সেখান থেকে আর কোনদিনই পুরোপুরি সুস্থ হতে পারে নাই সে। আইসিসি-র চিফ প্রসিকিউটরের কাছে স্রেফ অভিযোগ দায়ের করে এসে প্রচার করে বেড়াচ্ছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে 'মামলা দায়ের' করেছে, আর আপনারাও ওইটা প্রচার করে বেড়াচ্ছেন যাচাই-বাছাই না করেই! অন্তত এইটা তো যাচাই করে নিবেন যে হারপিকখোর ওই ব্যক্তিটি মানসিকভাবে আদৌ সুস্থ কিনা!’

এর আগে গত ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হক চৌধুরীসহ ৩৯১ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে একই মামলায় নিঝুম মজুমদারকেও আসামি করা হয়।