জুলাই-আগস্টের আহতদের জন্য ৫ লাখ টাকা দিল বিএনপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ PM
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) জুলাই-আগস্টের আন্দোলনে আহত রোগীদের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হাসপাতালে রোগীদের দেখতে এসে এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মেদ।
সালাহউদ্দিন আহম্মেদ বলেন, আমরা গতকাল শুনেছি যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, সবার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। ব্রিটিশ রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও দেখা করতে পারেননি। যার জন্য রোগীদের মাঝে একটু অসন্তোষের সৃষ্টি হয়। আমরা কথা বলে জানলাম আন্দোলনে যারা গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহয়তা পাননি। তাদের নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ১ লাখ টাকা করে দেওয়ার, তারা সেটা পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা দায়িত্ব নিয়েছেন, তারা যেন আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন।
তিনি আরও বলেন, গত রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেটা এখনই আমাদের দলের স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক সাহেবের হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন, তা বিতরণ করবেন।
বিএনপির এই সহয়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন সালাহউদ্দিন আহম্মেদ।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।