১৪ নভেম্বর ২০২৪, ০০:৫১

মধ্যরাতেও পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনকারীরা, যা বললেন হাসনাত

আন্দোলকারীদের সাথে কথা বলছেন হাসনাত আনব্দুল্লাহ  © ভিডিও থেকে নেওয়া

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসার দাবিতে বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার পরেও রাস্তায় হুইল চেয়ারসহ ভাঙা হাত-পা নিয়ে বসে থাকতে দেখা গেছে তাদের।

অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলে সুচিকিৎসার আশ্বাস না দেয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা করেন তারা। এ সময় তাদের সাথে সাক্ষাৎ করে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

হাসনাত বলেন, আপনাদের দাবি চারজন উপদেষ্টার এই আন্দোলন স্থলে আগমন। উপদেষ্টাদের আপনারাই বানিয়েছেন, আপনাদের অধিকার আছে যেকোনো সময় তাদের সাক্ষাৎ পাওয়ার। তবে এই মুহূর্তে তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে আছেন। আপনারা এখনই দেখা করতে চাইলে একজনের সাথে দেখা করতে হবে যেহেতু তিনজনই বাইরে। 

তিনি বলেন, পিজি হাসপাতালের উপচার্য অধ্যাপক সায়েদুর রহমান স্বাস্থ্য খাতের দায়িত্ব নিয়েছেন। তিনি যেহেতু ডাক্তার, তিনি এই ব্যাপারগুলা ভালো সামলাতে পারবেন আশা করি। আপনারা চাইলে তিনি এই রাতেই আসবেন আপনাদের কাছে। আর যদি আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করেন তাহলে চারজনই দেখা করতে পারবেন। 

এ সময় হাসনাত আব্দুল্লাহ আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের সাথেই অবস্থানের সিদ্ধান্ত নেন। 

এর আগে একই দিন দুপুর সোয়া ১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক বন্ধ করে সেখানে অবস্থান নেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতরা। পরে সন্ধ্যার দিকে রাত ১০টার মধ্যে স্বাস্থ্য, তথ্য, সমাজকল্যাণ ও ক্রীড়া উপদেষ্টাকে পঙ্গু হাসপাতালের সামনে উপস্থিত হওয়ার আল্টিমেটাম দেন তারা।