ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২২১ জন

ফাইল ফটো
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী, তাদের তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। ডেঙ্গুর কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সংকেত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭৬,০২১ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই রাজধানী ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে।

মশা নিধন কার্যক্রম যথাযথভাবে না হওয়া, মশার প্রজনন স্থল বৃদ্ধি, এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু মশার বিস্তার বেড়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যদি সচেতনতা বাড়ানো না হয় এবং মশার প্রজননস্থল পরিষ্কার না করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, ডেঙ্গুর মোকাবিলায় সরকারের তরফ থেকে কার্যকর পদক্ষেপ এবং জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি, বিশেষত সিজনে পরিবর্তন আসার সাথে সাথে মশার প্রজনন বাড়তে পারে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা সংকটে পড়তে পারে, তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।


সর্বশেষ সংবাদ