১৩ নভেম্বর ২০২৪, ১৩:২১

সত্যিকার বিপ্লবী কারা—জানালেন হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। গঠিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার। নতুন প্রশাসনে সুবিধা নিতে এখন অনেকেই বিপ্লবী সাজছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর মতে সবাই বিপ্লবী নয়। সত্যিকার বিপ্লবী কারা—এ সম্পর্কে নিজের অভিমত জানিয়েছেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সবাই বিপ্লবী নয়। বিপ্লব ব্যর্থ হলে যাঁদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তাঁরাই বিপ্লবী।’

তার আগের পোস্টে হাসনাত জুলাই বিপ্লবে নাহিদের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তার ওপর অমানবিক নির্যাতনের দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন ‘গত ১৬ বছরে বাংলাদেশের চিত্র এমনই ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘ফ্যাসিস্টবিরোধী বাংলাদেশই নাহিদ। উই আর নাহিদ। জুলাই ১৩৬, ২০২৪।’