১২ নভেম্বর ২০২৪, ১৫:৪৬

যশোরে যুবদল কর্মী হত্যা মামলায় দুজন আটক

শামীম রেজা ও মেহেদী হাসান  © টিডিসি

যশোরের ঝিকরগাছা উপজেলার যুবদল কর্মী পিয়াল হত্যা মামলায় শামীম রেজা (৩২) ও মেহেদী হাসান (২৪) নামে দুজনকে আটক করেছে র‍্যাব-৬। সোমবার (১১ নভেম্বর) রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে যশোর র‍্যাব-৬ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়।

আটক শামীম রেজা ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল বলেন, ৯ নভেম্বর দুপুরে ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের যুবদল কর্মী পিয়াল হাসান কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝিকরগাছা বাজারে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণের পর পিয়াল দৌড়ে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে আশ্রয় নেন।  দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যশোরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

তিনি বলা হয়, ঘটনায় পিয়ালের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মধ্যে ছাত্রদল নেতা শামীমসহ ১০ জনকে আসামি করা হয়। র‍্যাবের দুটি টিম সোমবার গভীর রাতে খুলনার চুকনগর এবং ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে শামীম ও মেহেদীকে আটক করে।

ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল আরও জানান, পিয়ালের এবং আসামিদের বাড়ি পাশাপাশি হওয়ায় দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলছিল, যার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে।