বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো বঙ্গবন্ধুর ছবি
বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। সোমবার (১১ নভেম্বর) উপদেষ্টা মাহফুজ আলমের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
পোস্টে তিনি বলেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরিয়ে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা এই ছবিটি সরাতে পারিনি। তবে যতদিন মানুষের মধ্যের জুলাইয়ের স্পিরিট থাকবে তাঁর ছবি আর কোথাও দেখা যাবে না।
তিনি আরও বলেন, শেখ মুজিব ও তাঁর কন্যা যা করেছে আ.লীগের তা স্বীকার করতে হবে ও ক্ষমা চাইতে হবে। ১৯৭২ সাল থেকে শুরু করে অগণতান্ত্রিক সংবিধান, দুর্ভিক্ষ, হাজার হাজার বিরোধী নেতা-কর্মী ও মত প্রকাশকদের বিচারবহির্ভূত হত্যা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের লুণ্ঠন (১৯৭২-১৯৭৫, ২০০৯-২০২৪)। তারপরই আমরা ৭১-র পূর্ববর্তী শেখ মুজিবের কথা বলতে পারি। ফ্যাসিস্টদের বিচার এবং ক্ষমা চাওয়া ছাড়া কোনো ধরনের পুনর্মিলন সম্ভব নয়।
উপদেষ্টা মাহফুজ তাঁর পোস্টের মন্তব্যের ঘরে মাওলানা হামিদ খান ভাসানী, এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবির সামনে দাঁড়িয়ে আরও একটি ছবি দিয়ে লেখেন, ‘আসল এবং গণতান্ত্রিক পূর্বপুরুষদের সাথে।’