কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
রাজধানীর কাফরুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ অন্তত পাঁচজন দগ্ধ হয়েছে। রোববার (১০ নভেম্বর) কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ হয়। রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় ৫ জনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধরা হলেন মো. রাজিব মিয়া (২১), সুমি আক্তার (১৮), সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও সুবর্ণা আক্তার (২২)।
দগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তিনি বলেন, ‘রাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে দগ্ধ ৫ জনকে চিকিৎসার জন্য আনা হয়। এদের মধ্যে রাজিবের শরীরে দগ্ধ হয়েছে ৬ শতাংশ, সুমি দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আসে। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই শঙ্কামুক্ত।’