১০ নভেম্বর ২০২৪, ১৯:৩৯

রাজধানীর নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান 

ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান   © টিডিসি ফটো

রাজধানীর নিউমার্কেট ও ঢাকা কলেজ সংলগ্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে নিউমার্কেট থানা পুলিশ। এতে সড়ক ও ফুটপাতে হকারদের গড়ে তোলা বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়। 

আজ রবিবার (১০ নভেম্বর) বিকাল ৫টা থেকে ঘণ্টাব্যাপী চন্দ্রিমা সুপার মার্কেট, নায়েমের গলি, ঢাকা কলেজ ও টিটিসি কলেজের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়। এদিকে ফুটপাত দখলমুক্ত হওয়ায় মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। এসময় নিউমার্কেট- ধানমন্ডি সড়কে যানজট কমতে শুরু করে। ঢাকা কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে অবৈধ দোকান উচ্ছেদ করায় দেয়ালে আঁকা গ্রাফিতির সৌন্দর্য আবারো ফুটে উঠেছে।

অভিযানকালে ফুটপাতে দোকান বসানো ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান ও ইতিহাস বিভাগের দক্ষিণায়ন হলের ৫০৫ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী আব্দুর রব। তাদেরকে ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে ফুটপাতে দোকান না বসানোর নির্দেশ দেন পুলিশ। 

ঢাকা কলেজ সংলগ্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ফুটপাতে এ দোকানগুলো থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হচ্ছে। ফুটপাতে দোকান থাকলে ভিড়ের সৃষ্টি হচ্ছে, ফোন, মানিব্যাগ চুরি হয়ে যাচ্ছে, এ ভিড়ের কারণে খেয়াল করা হচ্ছে না। বর্তমানে অতীতের থেকে বড়সড় একটা ফুটপাত সিন্ডিকেট গড়ে উঠেছে। সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার একটাই চাওয়া এখানে যেন ফুটপাত সিন্ডিকেট না থাকে।’

নিউমার্কেট থানা পুলিশের সাব ইন্সপেক্টর রায়হান সিরাজী বলেন,‘আমাদের শ্রদ্ধেয় রমনা জোনের ডিসি, নিউমার্কেট জোনের জোনাল এসি এবং ওসি স্যারদের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করছি। জনসাধারণ চলাচলের পথ যেটা, সেটা উন্মুক্ত থাকতে হবে, সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স। রাস্তাঘাটে যেসব হকার থাকে তাদের জন্য মানুষের চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। এটা কখনোই কাম্য নয়। আমরা ফুটপাতে হকারদের যাদের পাচ্ছি প্রথমদিকে তাদের সতর্ক করছি, পরবর্তীতে তারা যদি না শুনে তাহলে আমরা ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নিবো। সবাইকে আমরা মেসেজ দিতে চাই মানুষের চলাচলের পথগুলো যেন মসৃণ থাকে, চলাচলে যেন বিঘ্ন না ঘটে, পথ রুদ্ধ করে না রাখে। এটা আমরা নিশ্চিত করতে চাই।