৫ জন নয়, শপথ নেবেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও ৫ জন নয়, যুক্ত হচ্ছেন তিনজন। আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। এর আগে সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।
তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা জানাতে চাননি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
এসময় তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব না কারা কারা উপদেষ্টা হচ্ছেন। কারণ এটা শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। যেটুকু জেনেছি আমরা প্রস্তুত আছি। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজকে শপথ অনুষ্ঠিত হবে।
বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে হবে ২৪ জন।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গিয়েছিল, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন। নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা যায়।
উপদেষ্টা হিসেবে শপথ নিতে চারজনের আমন্ত্রণ পাওয়ার কথাও জানা যায়। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন।