১০ নভেম্বর ২০২৪, ১৫:১৪

বসুমতী বাস ঢুকে পড়ল ফায়ার স্টেশনে, ভাঙল দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি

ফায়ার স্টেশনের দেয়াল ভেঙে ঢুকে পড়ে বাসটি  © সালেহ আকরাম রমিজ

রাজধানীর আসাদগেটে নিয়ন্ত্রণ হারিয়ে বসুমতী ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস ঢুকে পড়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ভেতরে। এতে ফায়ার স্টেশনের দেয়ালসহ ভেঙে পড়ে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা বলে নিশ্চিত করেছেন স্টেশনের ফায়ার ফাইটার মজিদুল ইসলাম।

মজিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সকালে বাসটি ফায়ার স্টেশনের দেয়াল ভেঙে ভেতরে চলে আসে। বাসটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি মেরামতে কাজ করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহীন আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বাসের চালক ঘটনার পরই পালিয়ে যান।

তিনি আরও বলেন, উদ্ধারকাজের জন্য পুলিশের রেকার আনা হয়েছে। সড়কের তিন লেনের দুটি দিয়ে গাড়ি এই মুহূর্তে চলাচল করতে পারছে না। কাজগুলো শেষ হলে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।