১০ নভেম্বর ২০২৪, ১১:২৫

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি  © ফাইল ফটো

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বিজিবি সদরদপ্তর। রবিবার (১০ নভেম্বর)  সকালে বিজিবি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শহিদ নূর হোসেন দিবসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। দলটি তার ফেসবুক পেজে সমর্থকদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।

এ ঘোষণার পরই শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে এক পোস্টে লিখেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।