০৯ নভেম্বর ২০২৪, ২১:১২

জিরো পয়েন্টে পাল্টা গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতের কর্মসূচি  © সংগৃহীত

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রবিবার  (১০ নভেম্বর) ঢাকার গুলিস্তান জিরোপয়েন্টে দুপুর ১২টায় পাল্টা গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শহিদ নূর হোসেন দিবসে বিকেল তিনটায় একই স্থানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। দলটি তার ফেসবুক পেজে সমর্থকদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।

তবে এ ধরনের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী কোনো সভা বা সমাবেশ কঠোরভাবে মোকাবিলা করবে।

এর আগে গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকালের কর্মসূচি নিয়ে কথা বলতে শোনা গেছে। তাতে শোনা যায়, শেখা হাসিনা তার নেতাকর্মীদের নূর হোসেন দিবসে ট্রাম্পের ছবি হাতে মিছিল করার পরামর্শ দিচ্ছেন। তা ছাড়া নূর হোসেনের ছবি ও ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা প্ল্যাকার্ড রাখারও নির্দেশ দিতে শোনা যায় তাকে।