০৯ নভেম্বর ২০২৪, ১১:১৭

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শাহাবুদ্দিন মন্ডল  © টিডিসি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতা শাহাবুদ্দিন মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে মুঠোফোনে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এজাহারনামীয় ৪২ নম্বর আসামি শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহাবুদ্দিন মন্ডল ৬ নম্বর সর্বানন্দ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ বছর পর নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে ২৩ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা  করেন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।