০৮ নভেম্বর ২০২৪, ১৭:৩২

বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪০০ পরিবারকে সহায়তা দিল আস সুন্নাহ

আস সুন্নাহ ফাউন্ডেশন  © সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪০০ পরিবারকে ঘর মেরামত, ব্যবসা পুনর্গঠন ও কৃষিকাজে অর্থ সহযোগিতা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার (৮ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত এবং পুঁজি হারানো ক্ষুদে ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তার আওতায় ৮৪০০ পরিবারকে আমরা ঘর মেরামত, ব্যবসা পুনর্গঠন ও কৃষিকাজে অর্থ সহযোগিতা করছি।

এ লক্ষ্যে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রামের ২১৩৯ পরিবারকে প্রত্যেকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রাথমিক পর্যায়ে ৫ কোটি ১০ হাজার টাকা পাঠানো হয়েছে। বন্যাদুর্গত বাকি জেলাগুলোতেও টাকা পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।

ঘর মেরামত, ক্ষতিগ্রস্ত ক্ষুদে ব্যবসায়ী ও কৃষকদের নগদ অর্থ সহায়তা ছাড়াও সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত ১৫০০ পরিবারকে সম্পূর্ণ নতুন ঘর তৈরি করে দেয়া হচ্ছে। ঘর নির্মাণের কাজও চলমান আছে।