দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। মাঝখানে নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু নানা বাধাবিপত্তিতে হয়ে ওঠেনি। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অনেকে দেশে ফিরতে শুরু করেছেন। সেই তালিকায় আছেন বেবী নাজনীনও।
তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শিগগিরই দেশে ফিরবেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই সংগীতশিল্পী। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছেন। হাতে থাকা কাজগুলো দ্রুত গুছিয়ে ফ্লাইট ধরবেন বেবী। জমে থাকা কাজের মধ্যে রয়েছে পূর্বে শিডিউল দেওয়া স্টেজ প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রে নিয়মিত স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সম্প্রতি প্রবাসী ভক্তদের উদ্যোগে একটি একক সংগীতানুষ্ঠানে গান করেছেন তিনি। গত সোমবার নিউইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সংগীতানুষ্ঠানের আয়োজন করে তার ফ্যানস ক্লাব। এ ছাড়া আরও কিছু শো আছে। সেগুলো শেষ করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: খালের ওপর গানের স্কুল, বন্যাকে দেওয়া জমির বরাদ্দ বাতিল
বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী। তার উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলবে রে শাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে’... ইত্যাদি।