সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে আলেম-ওলামাদের ঢল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ AM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে। এতে যোগ দিতে রাত থেকে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে এ সম্মেলন করা হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে ঘুরে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও আলেম ওলামাদের অবস্থান নিতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে তারা সমাবেশে এসেছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন সড়কে গাড়ি রাখায় রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার এরিয়া ঘুরে দেখা যায়, সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে গাড়ি। অনেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদনে ৬ বিষয়ে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ সতর্কতা
গত রোববার এক বিবৃতিতে জানানো হয়, ওলামা-মাশায়েখদের উদ্যোগে মঙ্গলবার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে যোগ দেওয়ার আহবান জানানো হয়।