ঢাকা উত্তর বিএনপির নেতৃত্বে সাবেক ফুটবলার আমিনুল, গঠিত হলো নতুন কমিটি
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী খেলোয়াড় আমিনুল হককে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফুটবল থেকে অবসরের পর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন আমিনুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
ঢাকা উত্তর বিএনপির এ কমিটির সদস্যসচিব করা হয়েছে মোস্তফা জামানকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। এদের মধ্যে আব্দুর রাজ্জাক কমিটির দপ্তরের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, দেশের ফুটবল তথা ক্রীড়া অঙ্গনের এক উজ্জ্বল নাম আমিনুল হক। তার নেতৃত্বেই সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফুটবল থেকে অবসরের পর বিএনপিতে যোগ দেন তিনি। দলটিতে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান আমিনুল হক। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি।