‘কোরআনের মূল্যবোধ কায়েম করতে পারলেই আসবে সর্বোচ্চ সফলতা’
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, কোরআন তেলাওয়াত করে আমরা যেভাবে পুরস্কার নিয়ে এসেছি, একইভাবে কোরআনের আদর্শ ও মূল্যবোধকে যদি আমরা সকল স্তরে কায়েম করতে পারি, সেটাই হবে আমাদের সর্বোচ্চ সফলতা।
সোমবার (০৪ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাছাইকৃত কৃতি হাফেজ সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা স্বাধীনতার পর থেকে লক্ষ্য করছি বিভিন্ন দেশে পবিত্র কোরআনের প্রতিযোগিতায় আমাদের বাচ্চারা শত-শত প্রতিযোগীদের পেছনে ফেলে পুরস্কার নিয়ে আসে। এটা বাংলাদেশের জন্য গর্বের। আরবি ভাষাভাষীর দেশে, আরবি বিচারকদের সামনে ভিন্ন ভাষাভাষীর হয়েও আমাদের সন্তানরা পুরস্কার নিয়ে আসছে এটা আমাদের ঐতিহ্য। এই দেশের কোরআন শিক্ষার যে আন্তর্জাতিক মান, শিক্ষক-ছাত্রদের যে মেহনত এটাই তার প্রকৃষ্ট প্রমাণ।
তিনি আরও বলেন, আমাদের শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ কখন কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল করেছেন, কি বার্তা দিয়েছেন তা বুঝতে হবে। কোরআনে যে-সকল আদেশ নিষেধ আছে তা যেন আমরা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মেনে চলতে হবে। কোরআন হেফাজতের যে-সব প্রতিষ্ঠান বা, ব্যবস্থাপনা আছে সেগুলোর সাথে নিজেদের সম্পৃক্ত করতে হবে। এ ব্যাপারগুলো মেনে চলতে পারলে পবিত্র কোরআনের আলোকে আমাদের সমাজ পরিবর্তিত হয়ে যাবে এবং আমরা একটি নতুন দেশ খুঁজে পাবো।
অতিমাত্রায় যশ আর অতিমাত্রায় খ্যাতি হয়ে গেলে লক্ষ্যচ্যুত হওয়ার আশঙ্কা থাকে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা। চূড়ান্ত লক্ষ্যে ছাত্রদের পৌঁছে দিতে শিক্ষকদের সঠিক পথ প্রদর্শনের অনুরোধ করেন তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হাফেজ আল্লামা তাজুল ইসলামের সভাপতিত্বে হুফ্ফাজুল কোরআন ডেভেলপমেন্ট ট্রাস্ট আয়োজিত কৃতি হাফেজ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক, ঢাকার কাটাবন কেন্দ্রীয় মসজিদের খতিব অধ্যাপক ড. রফিকুর রহমান মাদানী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যোবায়ের মোহাম্মদ এহসানুল হক, নেজামে ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির শায়েখ আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান প্রমুখ।