০১ নভেম্বর ২০২৪, ১১:৫৬

ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৩ কোটি টাকা সরিয়েছেন কর্মকর্তারা

ব্যাংকের ভল্ট  © সংগৃহীত

ভল্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা সরানোর ঘটনায় প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার আট কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজশাহী মহানগর বিশেষ আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা।

অভিযুক্ত কর্মকর্তারা হলেন ব্যাংকটির রাজশাহী শাখার সাবেক সিনিয়র ক্যাশ অফিসার ও ক্যাশ ইনচার্জ এফ এম শামসুল ইসলাম ওরফে ফয়সাল (৪২), ডেপুটি ম্যানেজার (বর্তমানে বরখাস্ত) মাজেদুল ইসলাম, সাবেক অফিসার (ক্যাশ) মাহবুবুল আলম ও আতাউর রহমান, সাবেক এসএভিপি (বর্তমানে অবসরপ্রাপ্ত) শাহ মাসুদ জামাল, ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) রাকেশ কুমার দত্ত, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ফাহমিদা উম্মে নাজনীন এবং সাবেক ম্যানেজার ও জোনাল ম্যানেজার (বর্তমানে বরখাস্ত) সেলিম রেজা খান।

আরও পড়ুন: আজ থেকে কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ, বিকল্প আছে যা

অভিযোগে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার আট কর্মকর্তা ভল্ট থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা সরিয়েছেন। এর মধ্যে ১ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকা তারা সংগ্রহ করেছিলেন গ্রাহকদের কাছ থেকে। টাকা নেওয়ার সময় গ্রাহককে জাল জমা স্লিপ দিয়েছিলেন তারা। এরপর গ্রাহকের জমা করা টাকা তারা আত্মসাৎ করে নেন। চেকে গ্রাহকের নকল সই দিয়ে টাকা তুলে নেন তারা।

দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান জানান, আজ (বৃহস্পতিবার) অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পরের ধার্য তারিখে অভিযোগপত্রের বিষয়ে শুনানি হবে।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ক্যাশ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার ক্যাশ ইনচার্জ শামসুল ইসলামকে আটক করে পুলিশে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তখন তিনি নিজের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।