টাকা দিয়েও মেলেনি টিকিট, ছাত্রদের অভিযোগে ট্রেনের টিটিই-গার্ড বরখাস্ত

ট্রেনের এক টিটিই ও গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
ট্রেনের এক টিটিই ও গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে  © ফাইল ছবি

রেলওয়ের ঈশ্বরদী হেডকোয়ার্টারের এক টিটিই ও একজন পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় থেকে দেওয়া আদেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে টিকিট না দেওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

শাস্তি পাওয়া দুই কর্মকর্তা হলেন- ট্রেনের টিটিই নয়ন ইসলাম ও গার্ড জাকারিয়া সরকার সোহাগ। পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির হোসেন বলেন, ভিডিও এবং অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে। এ কারণে দু'জনকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও ঈশ্বরদী বাইপাস ষ্টেশন হয়ে পাবনায় যাওয়া ঢালারচর এক্সপ্রেস ট্রেন আড়ানী স্টেশন অতিক্রম করছিল। এ সময় দায়িত্বরত টিটিই নয়ন ও গার্ড জাকারিয়া কয়েকজন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে টাকা নেন। তবে টিকিট না দেওয়ার ঘটনা এক যাত্রী ভিডিও করেন। এ নিয়ে সমন্বয়ক পরিচয়দানকারী যাত্রী ফজলে রাব্বিসহ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টিটিই-গার্ডদের তর্কও হয়।

আরো পড়ুন: বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার, নতুন সিদ্ধান্ত জানাল সরকার

একপর্যায়ে পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী বিভাগীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাসকে বিষয়টি জানান রাব্বি। তিনি ফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন। গার্ড জাকারিয়া ও টিটিই নয়নও সাময়িক বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেছেন।

পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী বিভাগীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছিলে। 


সর্বশেষ সংবাদ