৩০ অক্টোবর ২০২৪, ১৫:১৫
কিশোরগঞ্জে ক্রয়মূল্যে পণ্য বিক্রি করছে মাদারাসা ও কলেজ শিক্ষার্থীরা
সারাদেশেই লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির দাম। এই মাসের শুরুর দিকে শুধু রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দিন দিন তা ছাড়িয়েছে থানা-জেলার সীমানাও। মূল্যবৃদ্ধির এমন হিড়িক চাষাবাদের প্রচলন থাকা অঞ্চলগুলোকেও প্রভাবিত করেছে।
এমতবস্থায় কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার ও পুরান থানার শহীদি মসজিদ চত্বরে ‘ক্রয় মূল্যে পণ্য বিক্রয়’ কার্যক্রম শুরু করেছে স্থানীয় মাদরাসা ও কলেজ শিক্ষার্থীরা।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে শহরের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে এই সামাজিক কার্যক্রম শুরু হয়।
ক্রয়মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমে ব্যবস্থাপনায় থাকা আশরাফ আলী সোহনের কাছে সামাজিক এমন কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রান্তিক কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে কেনা দামেই আমরা সেগুলো মানুষের কাছে বিক্রি করি। আমাদের কার্যক্রমটা সম্পূর্ণ অলাভজনক।
আমরা চাই দেশের এমন ক্রান্তিলগ্নে স্বল্প আয়ের মানুষগুলোকে যেন একটু হলেও স্বস্তি দিতে পারি।’
মৌসুমী সবজি চিচিঙ্গা, ঢেঁড়স, লাউ, মরিচ, বেগুন ইত্যাদি পণ্য বাজার দর থেকে প্রায় অর্ধেক দামে কিনতে পেরে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে।