২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৭

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

ককটেল  © ফাইল ফটো

যশোরের ঝিকরগাছায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের হাড়িখালী পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত শিশুরা হলো আওয়াল (৬) ও লাফাজ হোসেন (৭)। আওয়াল হাড়িখালী পাঁচপোতা গ্রামের আল মামুনের ছেলে ও একই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে লাফাজ।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়াল ও লাফাজ  বাড়ি পাশে হাড়িখালী পাঁচপোতা খেলা করছিল। এ সময় পাশ্ববর্তী নজরুল ইসলামের রান্না ঘরের পেছনে বালুর মধ্যে লুকিয়ে রাখা ককটেলটি দেখে তারা হাতে নেয়। ককটেলটি বিস্ফোরিত হলে লাফাজ পিঠ ও মাথার বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়। বিস্ফোরিত বোমার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। লাফাজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।