২৬ অক্টোবর ২০২৪, ১২:৪৭

ট্রেনের সময়সূচির ঠিক নেই, চলছে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’

কমলাপুর রেলস্টেশনে ফটকের ডিজিটার ব্যানারে লেখা স্কল ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’   © ফেসবুক পোস্ট থেকে নেওয়া

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় কমলাপুর স্টেশন এলাকাতেই। উদ্ধারকাজ শেষে পরে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ বিলম্বের ট্রেন ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। 

এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা ও শিডিউল বিপর্যয়ে প্রায়ই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কিন্তু অন্যান্য সবকিছু বিশেষ করে ডিজিটাল ব্যানার, সময়সূচির ডিজিটাল সাইনবোর্ড, ঘড়ি ঠিকঠাকই চলছে। শুধু যাত্রী সেবায় কর্তৃপক্ষের মনোযোগ নেই বলে অভিযোগ অনেকের।

এসব বিষয় নিয়ে পলাশ মাহবুব নামের এক সাংবাদিক ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, বের হওয়ার ফটক বন্ধ। ফটকের ওপরে ডিজিটাল ব্যানারের স্কলে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে যাচ্ছে। আর মূল প্রবেশপথের সামনে ডিজিটাল ঘড়ি, লাইট জ্বালানো। এসব দেখে ভিডিও পোস্টে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। 

মো. জহিরুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ এই শব্দ ব্যবহার করে না, এটা অতিরঞ্জিত।’

স্টেশনের মূল ফটকের সামনে সময়সূচির ডিজিটাল সাইনবোর্ড

শারমিন মোস্তফা নামের আরেকজন লিখেছেন, ‘দেবরজী তুই আসলে কি জানাচ্ছিস? ট্রেন ঠিকঠাক চলছে না, নাকি এখনও কেনো প্ল্যাটফর্মে এসব ঠিকঠাক চলছে?’ রেজাউর নামের একজন মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ আবার কবে?!

বিপুল জামান মন্তব্য করেন, ‘আওয়ামী লীগ তো জিন্দাবাদ বলে না। রেলওয়ে ভাংচুর তো হয় নাই। তাই রেলওয়েও ভাঙচুরের ব্যবস্থা করতেছে। ভাঙচুর না হলে ঠিক করার নামে আমলারা টাকা মারবে কীভাবে?

আরো পড়ুন: ঢাকা থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

মো. ইব্রাহিম নামের একজন লিখেছেন, জিন্দাবাদ তো উর্দু শব্দ, বিএনপি ব্যবহার করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ আর আওয়ামী লীগ করে ‘বাংলাদেশ চিরজীবী হোক’। তাহলে এটা কি? চেতনায় ভেজাল আছে মনে হয়।

মোহাম্মদ শাহ আলম নামের একজন মন্তব্য করেন, ‘আমার অপেক্ষার দৈর্ঘ‍্য হলো ৫ ঘণ্টা। আরও অপেক্ষা চলছে।’ শফিক নামের একজন লিখেছেন, ‘দিলেন একটা পেচ লাগায়া।’ দ্রুব একরামুল মন্তব্যে লিখেছেন, ‘ভাই, এটা কি সত্যি?’ মাসুম ফারুকী আবদুল্লাহর মন্তব্য, ‘দিলেন তো স্টেশন ম্যানেজারের চাকরি খেয়ে!!’