ঘূর্ণিঝড় দানার সর্বশেষ অবস্থান লাইভ দেখুন
ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টার পর ঘূর্ণিঝড়টি আঘাত হানতে শুরু করে।
ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। আর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের লাইভ দেখুন
উইন্ডি
আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য অ্যাপ হচ্ছে (Windy.com)। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে ব্যবহার করা যায় উইন্ডি অ্যাপ। ওয়েবসাইটেও তথ্য জানার সুযোগ মিলে থাকে। ফলে কম্পিউটার থেকেও ঝড়ের বিস্তারিত তথ্য জানা যায়। উচ্চ মানের স্যাটেলাইট চিত্র মানচিত্র আকারে প্রদর্শনের কারণে সহজেই ঘূর্ণিঝড়ের অবস্থান ও সম্ভাব্য গতিপথ সম্পর্কে আগাম তথ্য জানা যায়।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে (https://live4.bmd.gov.bd/) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অবস্থান ও গতিপথ অনলাইনে দেখা যায়। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা জানার পাশাপাশি ঝড়ের সময় করণীয় বিভিন্ন দিকনির্দেশনাও মিলে থাকে। ফলে উপকূল অঞ্চলে বসবাসকারী বা আশপাশের জেলার বাসিন্দা সহজেই করণীয় বিভিন্ন দিক সম্পর্কে জানা সম্ভব। রাডার ইমেজ প্রদর্শনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের বর্তমান গতিপথ, সম্ভাব্য গতিপথ সম্পর্কেও জানা যায় ওয়েবসাইটটিতে।
ওয়েদার চ্যানেল
আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য বেশ জনপ্রিয় অ্যাপ হলো ওয়েদার চ্যানেল (https://weather.com)। গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে নামিয়ে ব্যবহার করা যায় অ্যাপটি। ওয়েবসাইট থাকায় কম্পিউটারেও ব্যবহারের সুযোগ মিলে থাকে। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি নিয়ে তৈরি মানচিত্র জুম করে দেখার সুযোগ থাকায় ঝড়ের গতিপথ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।