২৪ অক্টোবর ২০২৪, ২০:১৩

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ১০৪ কোটি টাকায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৪ সালের ৯ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বমোট ৩টি প্রস্তাব উপস্থাপিত হলে তিনটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন ‘প্রডিন্টরগ’ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনর (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩য় লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৮৯.৭৫ মার্কিন ডলার।