পঙ্গু হাসপাতালের ভেতরে গুলিতে যুবক আহত, আটক ১
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ভেতরে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ রনি ওরফে শেখ রুবেল নামে একজনকে আটক করেছেন হাসপাতালে থাকা আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রুবেল সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার পূর্ব মথুরাপুরের দানেশ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, পঙ্গু হাসপাতালে গুলির ঘটনার বিস্তারিত জানতে আমরা কাজ করছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজন আটক হয়েছে। কী নিয়ে এমন ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, দুপুর ১টার দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলির শব্দ পাই। শব্দ পেয়ে আমরা দৌড়ে যেতেই অস্ত্রসহ দুজন হাসপাতালের বাইরে বের হয়ে যায়। এ সময় একজন পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ রুবেল নামে একজনকে আটক করি।
তিনি জানান, হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।