২৩ অক্টোবর ২০২৪, ১৫:৩৭

পাবনায় প্রায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে

সংবাদ সম্মেলনে টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান  © টিডিসি

জরায়ুর মুখে ক্যানসার রোধে পাবনা জেলার নয়টি উপজেলায় প্রায় ১ লাখ ৩৮ হাজার ৫২২ জন কিশোরীকে এক ডোজ করে এইচপিভি টিকা দেয়া হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী পঞ্চম থেকে নবম শ্রেণির কিশোরীদের জন্য পরিচালিত হবে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে সারাদেশে ন্যায় পাবনা জেলাতেও এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে চার সপ্তাহব্যাপী।' 

পাবনায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান। 

বুধবার (২৩ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনেজানানো হয়, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যেসকল ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুর মুখ ক্যানসার বা সার্ভিকাল ক্যানসার চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী প্রতিবছর বিশ্বে ছয় লক্ষাধিক নারী জরায়ুর মুখ ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় তিন লাখ নারী মৃত্যুবরণ করেন। এর প্রায় ৯০ শতাংশ বাংলাদেশের মতো উন্নয়নশীল বা স্বল্লোন্নত দেশগুলোয় ঘটে।

আরও পড়ুন: পাবনার অসহযোগ আন্দোলনে গুলিবিদ্ধ রাবি শিক্ষার্থী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী নিয়মিত পরীক্ষার (স্ক্রিনিং) পাশাপাশি এইচপিভি টিকাদানের মাধ্যামে জরায়ুর মুখ ক্যানসার প্রতিরোধ এবং এই ক্যানসারজনিত মৃত্যু হ্রাস করা সম্ভব। এই টিকা গ্রহণের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

সংবাদ সম্মেলন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।