২২ অক্টোবর ২০২৪, ১৬:২৮

বঙ্গভবন মোড়ে জনতা, সতর্ক অবস্থানে সেনাবাহিনী-পুলিশ

সেনাবাহিনী-পুলিশের সতর্ক অবস্থান  © ফাইল ফটো

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষুদ্ধ জনতা জড়ো হতে শুরু করেছেন। এ অবস্থায় ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীও।

জানা গেছে, বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও বক্তব্য দিচ্ছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির ব্যানারে আসা সাধারণ মানুষ। প্রায় অর্ধশতাধিক মানুষকে দাঁড়িয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে বঙ্গভবনের দিকে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্ট মাজার মোড় এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে বঙ্গভবন পর্যন্ত এগিয়ে যায় তারা। 

ঘটনাস্থলে উপস্থিত মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী সাংবাদিকদের বলেন, আমরা সতর্ক রয়েছি। দুই তিনটা ব্যানার নিয়ে এখানে কিছু বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করছেন। তাদের বাধা দেওয়া হয়নি তবে আমরা সতর্ক রয়েছি যেন কিছু না ঘটে।