১৯ অক্টোবর ২০২৪, ১৩:২৩
চট্টগ্রামে দুই স্টেডিয়াম পরিদর্শন ক্রীড়া উপদেষ্টার

চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (১৯ অক্টোবর) সকালে ক্রীড়া উপদেষ্টা দুই স্টেডিয়াম পরিদর্শন করেন।
সকালে তিনি সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড, গ্যালারি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে এসে বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।
সংস্কার প্রয়োজন এমন প্রতিটি জায়গা ঘুরে জাতীয় ক্রীড়া পরিষদকে আশু ব্যবস্থা নিয়ে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করতে বলেন। বিপিএলের আগেই সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন তিনি।
পরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দক্ষতাকে কেন কাজে লাগানো হচ্ছে না?

অপহরণের ৩ মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

খালেদা জিয়াকে হয়রানি, দুদকের ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

ডিবিতে যাচ্ছে ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা
