১৭ অক্টোবর ২০২৪, ১৯:৫৬

ওঁরা নিহত নয়, ওঁরা শহীদ: মাহফুজ আলম

মাহফুজ আলম  © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেন, ‘ওঁরা নিহত নয়, ওঁরা শহীদ!’। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে দেয়া পোস্টে তিনি কাদের উদ্দেশ্য করে বলেছেন তা উল্লেখ করেননি। তবে বোঝা যাচ্ছে মাহফুজ ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের উদ্দেশ্যেই এ কথা বলেছেন।

মাহফুজ আলমের দেয়া পোস্টে আব্দুল কাদের জিলানী নামের একজন মন্তব্য করেছেন, ‘জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ত্যাগের কোনো তুলনা হয় না। এই মহান মহিমান্বিত শহীদদের পবিত্র রক্তের কোনো উপমাও হয় না। যাদের ত্যাগে জুলমত থেকে আলোয় ফেরা তারা শহীদ। আর এই জুলাই বিপ্লবের শহীদী খুনই আমাদের শক্তি।’

আলা উদ্দিন মোহাম্মদ নামের অন্য একজন মন্তব্য করেন, ‘(আন্দোলনে নিহতদের) রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করে যথাযথ তালিকাপূর্বক জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে হবে।’

আজিজুল হাকিম সবুজ নামের একজন মন্তব্য করে লিখেন, ‘অবশ্যই ভাই। যারা নিহত বলছে, ওরা আমাদের বিপ্লবকে অস্বীকার করে।’

মাহফুজ আলম তার আগের দেয়া পোস্টে লিখেছেন, ‘যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই গণহত্যা নিয়ে, তাদের সাথে নো রিকন্সিলিয়েশন। আগে বিচার, তারপর সমঝোতা! মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত। খুনিদের ক্ষমা নাই। খুনিদের আদর্শের ফেরিওয়ালাদের ক্ষমা নাই।’

তিনি আরো লেখেন, ‘নির্মূলের রাজনীতি আমরা করতে চাইনি। কিন্তু আমাদের রক্ত পান করতে যারা স্লোগান দেবে, রাজনীতি করবে—সেসব মুজিববাদীকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।

দুই হাজার বা তদূর্ধ্ব শহীদের আত্মার শপথ, কোনো সুশীল বা গুণ্ডা মুজিববাদীদের এ স্বদেশের এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। ফ্যাসিস্ট মুজিব হাসিনা/মুর্দাবাদ মুর্দাবাদ।’