১৬ অক্টোবর ২০২৪, ১৪:৫০

বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার : নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আট জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে আওয়ামী লীগ। এ দেশের, এই ভূখণ্ডের জন্য বহু মানুষের অবদান আছে।

তথ্য উপদেষ্টা বলেন, যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা। সরকার মনে করেছে সেগুলো অগুরুত্বপূর্ণ, তাই বাতিল করা হচ্ছে।

আরও পড়ুন: রাজনৈতিক দল গঠনের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

৭ মার্চ গুরুত্বপূর্ণ হলেও তা জাতীয় দিবসের গুরুত্ব পায় না বলেও মন্তব্য করেন নাহিদ। প্রয়োজনে আরও কোনো দিবস বাতিলের প্রয়োজন মনে হলে করা হবে এবং জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, কোনো দিবস বাতিলের প্রয়োজন মনে হলে করা হবে এবং জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে।