১৩ অক্টোবর ২০২৪, ১২:১৯

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর শিশু ছেলেরও মৃত্যু

ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর শিশু ছেলেরও মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। একই দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের তিনজন মারা গেল।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিফাত। এর আগে দুপুর ১টায় আবুল কাশেম ও বিকেল ৩টায় তার মেয়ে লাবিবা (৮) মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার।

আবুল কাশেম উপজেলার দুধনই গ্রামের বাসিন্দা। তিনি দুধনই বাজার জামে মসজিদে ইমামতি করতেন এবং মেয়ে লাবিবা ইদারাতুল কোরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। সকালে বাড়ি থেকে নৌকায় করে বাজারের উদ্দেশে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান।

এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় ভিমরুলের চাকে বারি লাগে। এতে অসংখ্য ভিমরুল নৌকায় থাকা বাবা ও তার সন্তানদের আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর শনিবার দুপুরে বাবা ও মেয়ের মৃত্যু হয়। পরে রাতে ছেলে সিফাতও মারা যায়।

এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো। পরিবার এবং স্বজনের আহাজারিতে শোকের ছায়া বইছে দুধনইসহ পুরো উপজেলাতে।