১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৮

বরিশাল মেডিকেলে আগুন

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ অক্টোবর) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আজ সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলায় আগুন লাগে। জায়গাটি হাসপাতালের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। সেখানে ব্যবহৃত হাসপাতালের চাদর, তোষক, বালিশের কাভারসহ বিভিন্ন ধরনের মালামাল রাখা হতো।

আবুল কালাম আজাদ আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেডিসিন ভবনের নিচতলা থেকে দাহ্য পদার্থগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

ওয়ার্ড মাস্টার আবুল কালাম আরও বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।