১৩ অক্টোবর ২০২৪, ১০:১৬

১৯ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন করছে জামায়াত

আজ প্রকাশ্যে রুকন সম্মেলন করছে জামায়াতে ইসলামী  © ফাইল ছবি

দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আজ রবিবার (১৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর অনুকূল পরিবেশে এ সম্মেলন করছে দলটি।

সম্মেলনে মহানগর উত্তর শাখার রুকনরা গোপন ভোটে নতুন আমির নির্বাচন করবেন। তবে এখানে কোনো প্রার্থী থাকবে না। রুকনরা পছন্দের নেতার নাম লিখে নির্দিষ্ট বাক্সে ফেলবেন। আমির নির্বাচনে ১০ হাজারের বেশি রুকন অংশ নেবেন। সর্বোচ্চ যিনি ভোট পাবেন তিনি মহানগর উত্তর শাখার আমির নির্বাচিত হবেন। 

আরো পড়ুন: শিবির সন্দেহে নির্যাতন, রক্তাক্ত ছাত্রকে ফের ছাত্রলীগের হাতেই তুলে দিয়েছিলেন ঢাবি অধ্যাপক

আজকের রুকন সম্মেলনে দেশ, রাজনীতি, আন্তর্জাতিক ও সামাজিক সংক্রান্ত বিভিন্ন সেশন এবং ২০২৫-২৬ সেশনের জন্য আমির নির্বাচন হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সর্বশেষ বড় পরিসরে ২০০৫ সালে পল্টন ময়দানে ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিকূল পরিস্থিতির কারণে প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করতে পারেনি দলটি।