১২ অক্টোবর ২০২৪, ১৬:১০

বইমেলায় স্টলভাড়া কমানোর প্রতিশ্রুতি আইন উপদেষ্টার

উপদেষ্টা ড. আসিফ নজরুল  © সংগৃহীত

‘অমর একুশে’ বইমেলায় স্টলভাড়া কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১১ অক্টোবর) সকালে উপদেষ্টার কার্যালয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় প্রকাশনা সংস্কার কমিটির সদস্যদের দাবির প্রেক্ষিতে মেলায় স্টল ভাড়া কমানোর বিষয়টি জানিয়েছেন আইন উপদেষ্টা ।

আরও পড়ুন: পূজা পরিদর্শনে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন ড. ইউনূস

প্রকাশনা সংস্কার কমিটির আহ্বায়ক মাহবুব রাহমানের স্বাক্ষরিত আট দফা প্রস্তাবনার প্রেক্ষিতে ড. আসিফ নজরুল বলেন, ‘এই সরকার অবশ্যই বঞ্চিত এবং সৎ ও সত্যিকারের সাহিত্য বিকাশের পক্ষের প্রকাশকদের কথা মনে রাখবে। বইমেলাকে লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় পরিণত করতে হবে।’