১২ অক্টোবর ২০২৪, ১৪:০২

সমুদ্রপথে হাজিদের সৌদি নিতে দুই হাজার কোটি টাকা লাগবে: ধর্ম উপদেষ্টা

আ ফ ম খালিদ হোসেন  © সংগৃহীত

সমুদ্রপথে জাহাজে করে হাজিদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কম পড়বে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, ‘একটা জাহাজ কোম্পানির সঙ্গে কথা বলেছি। তিন হাজার হাজি ধারণক্ষমতার এত বড় জাহাজ আমাদের নেই। আমাদের চার্টার্ড শিপ আনতে হবে। এটা আনতে দুই হাজার কোটি টাকা লাগবে।

জাহাজ নির্মাণের খরচ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যদি আমাদের কর্জ (ঋণ) দেয়, তাহলে এটা আমরা করতে পারবো। এতে বিমানের চেয়ে ৪০ শতাংশ ভাড়া কমে যাবে।’

শুক্রবার (১১ অক্টোবর) রাতে শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসায় ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সমুদ্রপথের হাজিদের নেওয়ার বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলবেন উল্লেখ করে আ ফ ম খালিদ বলেন, ‘সমুদ্রপথের বিষয়ে সৌদি সরকার থেকে অনুমোদন পেলে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলাপ করব। তারা যদি দুই হাজার কোটি টাকা ঋণ দেন, তাহলে হাজিদের নেওয়া হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আরেকটি ইতিহাস তৈরি হবে।’

বিমানের ভাড়াও কমবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হজের প্যাকেজ কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা বাংলাদেশ বিমানের সঙ্গে বৈঠক করেছি, তারা ভাড়া কমানোর ক্ষেত্রে নীতিগতভাবে সম্মত হয়েছে। ফলে আমরা আশাবাদী যৌক্তিকভাবে বিমানের ভাড়া নামিয়ে আনতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা দুটি হজ প্যাকেজ করতে চাই, একটি হারাম শরিফের কাছে এবং আরেকটি দুই-তিন কিলোমিটার দূরত্বে। দুই প্যাকেজেই আমরা আশা করছি, উল্লেখযোগ্যভাবে কমাতে পারবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহসভাপতি মাওলানা আবু তাহের জিহাদী প্রমুখ।