১১ অক্টোবর ২০২৪, ২০:৫৪

পদ্মা নদীর পানিতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

নিখোঁজ ছাত্র জয়নাল কাজী  © সংগৃহীত

রাজশাহীর বাঘায় জয়নাল কাজী (১৮) নামে এক স্কুল ছাত্র পদ্মা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ জয়নাল কাজীর বাবা ইউনুস কাজী। 

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পলাশি ফতেপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে। 

নিখোঁজ ছাত্রের নাম জয়নাল কাজী (১৬)। সে উপজেলার চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর গ্রামের ইউনুস কাজীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৭) পলাশি ফতেপুর পদ্মা নদীর ক্যানেল সাঁতরে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। শাহাদত ও রাকিব কিনারে উঠলেও জয়নাল প্রচণ্ড স্রোতের কারণে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল ৫টায়  উদ্ধার করতে পারেনি তারা।

আরও পড়ুন: মাধ্যমিকে প্রতি শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নয়

এ বিষয়ে জয়নাল কাজীর পিতা ইউনুস কাজী বলেন, ‘আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির থাকায় ক্যানেল সাঁতরে খাবার নিয়ে আমার কাছে আসছিল। প্রচণ্ড স্রোতের কারণে কিনারে উঠতে পারেনি। ছেলে এখনো নিখোঁজ রয়েছে।’

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, ‘অতি স্রোতের কারণে দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।’

ঘটনায় চারঘাট নৌ-পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে এখনও উদ্ধার করতে পারেনি।’