১১ অক্টোবর ২০২৪, ১২:০০

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ  © সংগৃহীত

বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণে মো. ওসমান (৬০) নামে এক জেলে নিহতের ঘটনায় দেশটির সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশের পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

গত বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগর মোহনায় বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার উপকূল থেকে গুলিবর্ষণে একজন নিহত হন। আহত হন তিন জেলে। এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪টি ট্রলার অপহরণ করে মিয়ানমারে নিয়ে যায় দেশটির নৌবাহিনী। পরে ট্রলারসহ অন্য মাঝিদের ছেড়ে দেয় মিয়ানমার।

নিহত মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে।

ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এছাড়াও মিয়ানমারকে বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান জানানো এবং ভবিষ্যতে আর কোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে থেকে বিরত থাকার কথাও মনে করিয়ে দিয়েছে বাংলাদেশ।